রংপুর ব্যুর
রংপুর মেট্রো মাহিগঞ্জ থানা, গাইবান্ধা জেলার, গোবিন্দগঞ্জ থানার সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কথিত জিনের বাদশা চক্রের ৪ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
এই সংক্রান্ত বিষয়ে মাহিগঞ্জ থানার মামলা নং-০৮।
আজ ২৯ মে,২০২০ শুক্রবার দুপুর ৩ টার সময় কথিত জিনের বাদশা চক্রের গ্রেপ্তারের জন্য মেট্রো মাহিগঞ্জ থানায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতারণা চক্রের গ্রেফতারকৃত ৪ জন সদস্যরা হলেন, (১)মোঃ রিয়াদ হাসান রকি(২০) পিতা- মোঃ আব্দুল করিম (২)মোঃ সিদ্দিকুল ইসলাম (৩৫) পিতা-মৃতঃ আফসার আলী, উভয়সাং-তালুক কানুপুর (৩) মোঃ আজহার আলী শেখ (৩২) পিতা- মোঃ মজিবর রহমান শেখ, সাং- নাকাই (৪)মোঃ রফিকুল ইসলাম রিপন (৪৫) পিতা- মৃতঃ লুৎফর রহমান মন্ডল, সাং- বাজুনিয়া পাড়া সকলের থানা গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জনাব কাজী মুওাকী ইবনু মিনান বলেন, কথিত জিনের বাদশা চক্রের প্রতারণাকারী চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এমনই একজন ব্যক্তির কাছ থেকে কয়েক ধাপে ধাপে ১,০৮,৫০০/= টাকা হাতিয়ে নিয়েছে। এভাবেই তারা দিনের পর দিন মানুষদের কে বোকা বানিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা প্রতারণা চক্রের সদস্যদের মাধ্যমে আরো অন্য প্রতারণা চক্রের সদস্যদের কে গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ও আমাদের অভিযান অব্যাহত থাকবে ও বাদ বাকিদের শিঘ্রই গ্রেফতার করে আইনে আওতায় নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে ও নিবিড় তদন্তে জানা যায়, এ চক্রের চারজন সদস্য দীর্ঘ দিন ধরে অনেক মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে । তারা গভীর রাতে নির্জন জায়গায় বসে ভুক্তভোগীদের মোবাইলে কল করতে থাকে। এভাবে তারা প্রতি রাতে বিভিন্ন জেলার যেকোনো একটি মোবাইল নম্বর কে ভিওি ধরে বিভিন্ন ডিজিট পরিবর্তন করে নতুন নম্বর তৈরি করে মোবাইলে ফোন দিতে থাকে। তারা অভিনব কৌশলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বশীভূত ও প্রলুব্ধ করেন। বিভিন্ন মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার (পিপিএম), সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ ফারুক আহমেদ, মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আখতারুজ্জামান প্রধান, মাহিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ শাহ আলম সরদার প্রমুখ।